We are currently upgrading our site and services, and hence deeply apologise for any inconvenience. Requesting your kind co-operation.
কিছু তথাকথিত বোদ্ধা ভ্রমণ-রসিকরা যদিও সাধারণ বাঙালীর ভ্রমণের মানসিকতাকে ‘দীপুদা’ বলে কটাক্ষ করে থাকে, তথাপি এটা বলতে বাধা নেই যে, অধিকাংশ বাঙ্গালীরই ভ্রমণের হাতেখড়ি হয় এই ‘দীপুদা’ থেকেই। শুধুমাত্র সেটাই নয়, যারা ঘুরতে ভালবাসেন তারা তাদের জীবনকালে বিভিন্ন সময়ে হয়তো অনেকবারই এই তিন জায়গায় ঘুরেছেন এবং কোনও বারই অহেতুক ঘোরাঘুরি করে একঘেয়েমীর অবসাদে ভোগেননি। কেননা, ট্যুরিস্ট স্পট হিসাবে এই তিনটি জায়গাই কেবলমাত্র অসাধারণ নয়, অনন্যও। এছাড়াও, বাঙালীর বেড়ানোর সাধ ও সাধ্যের মধ্যেও এই তিনটি জায়গাকে অতি সহজেই অধিগমন করা যায়।
সত্যি বলতে আমার বাশট্টি বছর বয়েসের মধ্যে বহুবারই এই জায়গাগুলোতে গেছি এবং নানাভাবে নানারকম উদ্দেশ্য নিয়েই জায়গাগুলো ঘুরেছি। এই প্রসঙ্গে আমার সম্প্রতি ঘুরে আসা দার্জিলিং ট্যুর নিয়ে কিছু তথ্য দেব। আমার মনে হয় এইভাবে আপনিও এক নতুন দার্জিলিংকে আবিষ্কার করতে পারবেন। খুব বেশি নয়, মাত্র তিনটি দিন ও রাত্রিবাসে কিভাবে দার্জিলিং শহরটাকে উপভোগ করা যায়, তারই একটা সংক্ষিপ্ত ভ্রমণ-রূপরেখা এখানে দিলাম। দেখুন, হয়তো আপনিও এক নতুন স্বাদ ও রঙের দার্জিলিংকে ফিরে পাবেন এই রকম একটা ছোট্ট ট্যুরের মধ্যে দিয়ে।
প্রথমেই বলে রাখ উচিৎ, দার্জিলিংএর প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য নিয়ে নতুন করে কোনও বর্ণনা না দেওয়ায় ভালো। আপনি যদি তথাকথিত ভ্রমনপিপাসু হোন বা নাই হোন, দার্জিলিংকে যে কেন “ হিমালয়ের রানী ” বলা হয়, সেকথা আপনি মর্মে মর্মে উপলব্ধি করতে পারবেন যখন আপনি শিলিগুড়ি পেরিয়ে পাহাড়ের উপরে উঠতে থাকবেন।